‘জয় জগন্নাথ’ বলে বাড়ী থেকে বেরিয়ে তো পড়লাম কিন্তু কোথায় গেলে রথের দেখা পাবো তার তো কোন নিশ্চয়তা নেই তাই প্রথমেই মনে পড়ল বাড়ীর কাছের সাঁইবানা নন্দদুলালের রথের কথা, খানিকটা পথ যাওয়ার পর মনে পড়ল নন্দদুলালের রথ এবারেও বের হবে না বলে খবর পেয়েছিলাম।  কোথায় যাবো ভাবতে গিয়ে মাথায় আসলো অন্য আর দুই বিগ্রহের কথা, মাঘী পূর্ণিমার দিন ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থিত তিন বিগ্রহকে দর্শন করা পুণ্যের কাজ। আমার দুই বিগ্রহ দেখার সৌভাগ্য হলেও সেটা আলাদা দিনে, এই তিন বিগ্রহের গল্প পরে বলছি।

মাথায় যখন আসলো সাইকেল ঘুরিয়ে চললাম অন্য পথে, এপিসি কলেজ অবধি রাস্তা চেনাই ছিল বাকিটা গুগল আর পথ চলতি মানুষকে জিজ্ঞেস করতে করতে এসে পৌছালাম সোদপুর। স্থানীয় মানুষের বক্তব্য অনুযায়ী আগে এখানে সৈয়দ সম্প্রদায়ের মানুষদের বসতি ছিল, তার থেকেই নাম হয় সোদপুর, ইতিহাস বইয়ে কি লেখা আছে তা বলতে পারবো না। স্থানীয় লোকেদের কাছ থেকে পথের ঠিকানা নিয়ে পৌছালাম গান্ধী আশ্রম, বাইরে থেকে দেখে নিয়ে পরের গন্তব্যর উদ্দেশ্যে।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *