অনেকটা পথ হেঁটে পা দুটো একটু বিশ্রাম চাইছিল, প্রায় মধ্যরাতে ত্রিবেণী স্টেশনে নেমে হাঁটা শুরু করেছিলাম, রাত গভীর হলেও পথ জনবিরল নয়, কুম্ভমেলা বলে কথা, অনেক মানুষ ছিলেন পথে। কিন্তু আমার পথটা তো অনেকের থেকেই আলাদা থাকে তাই সাধু দর্শনের সাথেই আলো আঁধারিতে আরো একবার দেখতে গিয়েছিলাম সেই ‘নিখুঁজি’দের ঘরগুলো, গাজী দরগা। যে পথ ধরে কালকূট ‘চাঁদদিদির’ শেষ যাত্রার সঙ্গী হয়েছিলেন সেই পথ ধরে ফিরে একটা নিরিবিলি জায়গা দেখে একটু বসেছিলাম।